দাকোপ(খুলনা) প্রতিনিধি::‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার ( ২মার্চ ) দাকোপে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
Leave a Reply