1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোল সিমান্ত থেকে শুল্ক ফাঁকির মালামাল এবং মাদকের চালান আটক সচিব-উপসচিব পর্যায়ে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মহিলা ইউপি সদস্য ও তার পিতাকে কুপিয়ে জখম বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন মোংলায় বাদাবন সংঘের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত খুলনার খালিশপুর বাস্তহারায় উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের ধনপোতা ঢিবিতে প্রতœতাত্ত্বিক খনন শুরু খুলনায় অর্থনৈতিক শুমারি শুরু

প্রীতির জোড়া গোলে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। আনফা কমপ্লেক্সে গতকাল শনিবার রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন প্রীতি।

প্রতিপক্ষের মাঠে খেলা বলেই হয়তো নেপালকে নিয়ে বাড়তি সমীহ ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের খেলা যখন গড়াল, তখন প্রীতি-সাথীদের আক্রমণাত্মক ফুটবলে আড়াল হয়ে গেল সবকিছুই। গোলমুখে আলো ছড়ালেন সুরভী আকন্দ প্রীতি। দারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ প্রথম ভালো সুযোগটি পায় পঞ্চম মিনিটে। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে বল পেয়ে যান ফাঁকায় থাকা আলপি আক্তার, কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া শটে বল উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

চার মিনিট পর আলপি আবারও সুযোগ নষ্ট করেন। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে ভলি করেছিলেন; এবারও বল যায় বাইরে। দ্বাদশ মিনিটে আলপির আরেকটি শট গোলরক্ষক আটকালে বাংলাদেশের গোলের অপেক্ষা বাড়ে। ২৪তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন প্রীতি। একাধিক সুযোগ নষ্ট করা আলপির পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী খুঁজে নেন প্রীতিকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।

ব্যবধান দ্বিগুণ হওয়া গোলে দায় আছে নেপাল গোলরক্ষক ঝর্ণা দুমরাকোটির। ২৯তম মিনিটে বক্সের ভেতর আলপিকে ফেলে দেন তিনি। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশকে এনে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকে বাংলাদেশ। ৬২তম মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন প্রীতি। আরিফা আক্তারের ক্রসে তার ভলি অল্পের জন্য যায় বাইরে।

এরপর ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা করার চেয়ে বল পায়ে রাখার দিকে মনোযোগী হয় মেয়েরা। তাতে পরে আরও গোল না পেলেও জয় দিয়ে শুরুর আনন্দ নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল। আগামী ৫ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার উদ্বোধনী দিনে ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছে ভারত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews