1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শহরে ৩টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে-ধর্ম উপদেষ্টা ৪৩ লাখ কার্ড বাতিল নয়, স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে-টিসিবির মুখপাত্র ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ মাঠে নামার ঘোষণা আ.লীগের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আসিফের পাইকগাছায় মাইক্রো স্ট্যান্ড সমিতির নির্বাচন সম্পন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ;চূড়ান্ত সূচি প্রকাশ, চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন সাফজয়ীদের দেড় কোটি টাকা দেবে বাফুফে

খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা রেঞ্জ কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরুস্কার প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মাঝে সনদপত্র, ক্রেস্ট বিতরণ, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণের সভা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল্যা আবু সাইদ, ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামরুল ইসলাম, ২৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিনসহ রেঞ্জের জেলা কমান্ড্যান্টগণ।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী রেঞ্জের ১৪ টি ইউনিটের ৪৩ জন পুরুস্কার প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের মাঝে শুদ্ধাচার পুরুস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।
পরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মপরিকল্পনা অংশীজনের সভা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে মূলত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্য-সদস্যা অংশীজনে অংশগ্রহনে সেবা পাওয়া ও দেওয়ার ক্ষেত্রে দূর্নীতি প্রতিরোধে ও সুশাসন নিশ্চিত হয় সেটাই এই সভার মূল লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়তে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews