দাকোপ প্রতিনিধি::সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএসএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় দাকোপে উপজেলা ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) কম্পোনেন্ট-৩ আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, থানার এসআই মোঃ এনামুল হক, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ, উপজেলা উপ-সহকারী কর্মকর্তা কৃষি উত্তম কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএফ খুলনা আঞ্চলিক কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, মোঃ শাহানুর রহমান, উপজেলা ক্লাস্টার কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ। সভায় জানাযায়, সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গ্রহীত সরকারী প্রকল্পের মাধ্যমে দাকোপের ২টি ইউনিয়নে ৮টি গ্রামের মৎস্য চাষী ও জেলেদের নিয়ে এ প্রকল্প তাদের কার্যক্রম পরিচালনা করছেন।
Leave a Reply