নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরায়নের ফলে বাংলাদেশে প্রতিনিয়ত কৃষিজমি কমছে। জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্যশস্য উৎপাদন নানাভাবে ব্যাহত হচ্ছে। তারপরও কৃষিতে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।
সিটি মেয়র আজ বেলা ১১ টায় নগরীর রূপসায় খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস প্রাঙ্গণে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। মেট্রোপলিটন কৃষি অফিস এ মেলার আয়োজন করে।
সিটি মেয়র আরো বলেন, এক সময় লাঙল-জোয়াল আর হালের বলদই ছিল চাষাবাদের মূল উপকরণ। কিন্তু সেই জায়গা এখন দখল করেছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। জমি চাষ, বীজ বপন, নিড়ানি, কাটা, মাড়াই সবকিছুই করা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ফলে কৃষিতে উৎপাদন বাড়ছে এবং কৃষকরাও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হচ্ছেন। সিটি মেয়র শুধু গ্রাম নয়, শহরেও বিদ্যমান ফাঁকা জমিসহ বাড়ির আঙিনায় ও ছাদ বাগানে দেশীয় ফল ও সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তর-খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খামারবাড়ী খুলনার পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও কেসিসি’র কাউন্সিলর এস.এম মোজাফ্ফর রশীদি রেজা। প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং স্বাগত বক্তৃতা করেন মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ ফরহদিবা শামস। অনুষ্ঠানে কৃষিবিদসহ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার বিষয়ে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী সিটি মেয়রের নেতৃত্বে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply