1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ছাত্রলীগ ব্যর্থ হলে পুলিশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে’ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতা মোড়েলগন্ঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রেসকনফারেন্স মোংলায় কোস্টগার্ডের অভিযানে আ.লীগ যুবলীগের তিন নেতাকর্মী আটক বিশ্ব সরকার সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

লোভী-অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক::রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সংযমের পরিবর্তে লোভী হয়ে পড়ে। তারা পণ্য মজুদের পাশাপাশি দামও বাড়িয়ে দেয়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বুধবার (৬ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‍্যাব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় কিশোর গ্যাং ও মাদক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার পর থেকে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এটি নিয়ে অভিযান চলছে। তবে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীকেই শুধু আইনের আওতায় আনলে চলবে না, কারবারীদেরও ধরতে হবে। দেশের যেসব এলাকা দিয়ে মাদক প্রবেশ করে, সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অপরাধীদের শুধু শাস্তি দেয়াই নয় তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও কাজ চলছে।

শেখ হাসিনা বলেন, বিরোধীদল দেশে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গ্রেনেড হামলা, চলন্ত বাসে আগুন, পুলিশকে রাস্তায় পিটিয়ে হত্যা, পুলিশ হাসপাতালে হামলা, ট্রেনে আগুনের মতো ঘটনা তারা ঘটিয়েছে। এসব করে তারা দোষ অন্যের উপর চাপিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।

র‍্যাবের প্রশংসা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‍্যাব। বনদস্যু, চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে র‍্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্ত্রাস দমনে সরকারের সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে, তাদের ওপর কেন নিষেধাজ্ঞা আসবে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করলে অন্য দেশ এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মবিশ্বাস নিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অনেক সমস্যা আছে। এসবের সমাধান নিজেদেরই করতে হবে। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি হওয়ায় আমদানীকৃত পণ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে গেছে। তবে আমাদের নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে। কোনো ফসলী জমি যাতে খালি না রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews