নিজস্ব প্রতিনিধি::“নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস-২০২৪ উদযাপিত হয়।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প” এর আওতায় ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি খুলনা রেলওয়ে ষ্টেশন থেকে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে সমাপ্ত হয়। এ সময়ে বিশ্ব নারী দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারীগণ ক্যাম্পেইন ব্যানারে স্বাক্ষর করেন। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাংলাদেশের কনসোর্টিয়াম পার্টনার এর মাধ্যমে ৩ টি বিভাগের ৯টি জেলার ৭৩ উপজেলার ৪০০টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা।
Leave a Reply