নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। একজন কৃতী খেলোয়াড়কে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন কৃতী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনে।
সিটি মেয়র আজ শনিবার সকালে নগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি মো: ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ ও সমাজসেবক শেখ মো: নাসির উদ্দীন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আকতার। অন্যান্যের মধ্যে রায়েরমহল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা পারভীন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত হোসেন আলোসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply