বাগেরহাটে প্রতিনিধি::বাগেরহাটের হোগলাপাশায় আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার স্বাক্ষী বেলায়েত হোসেন কে হত্যার চেষ্টার ঘটনায় আহত দুই জন। আটক ইউপি সদস্য জাহিদ মাঝি।
বৌলপুর গ্রামের কুদ্দুস শেখের পুত্র রহিম শেখ জানায়, হোগলাপাশা ইউনিয়নেরে প্রবিন আওয়ামীলীগনেতা বৌলপুর গ্রামের বেলায়েত হোসেন ও তার ভাইপো রহিম শেখ শুক্রবার সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মীরবর বাড়ির পুলের নিকট পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ইউপি সদস্য জাহিদ মাঝি ও তার সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা করে মারধর করে মৃত ভেবে ফেলে যায়।এলাকাবাসী বেলায়েত হোসেন ও রহিম শেখকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, ২০১২ সালে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার ২ নং আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। সে হত্যা মামলা থেকে নিজেকে রক্ষাকরতে স্বাক্ষী আওয়ামীলীগনেতা বেলায়েত হোসেন কে হত্যার উদ্যেশ্যে তারই পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝি ও তার সন্ত্রাসী বাহিনি সোহাগ শেখ, শিমুল তালুকদার, জসিম শেখ, জান্নাতুল শেখ, ইব্রাইিম শেখ, ফেরদাউস সহ ১৪/১৫ জন কেদিয়ে তাদের উপর হামলা করে।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বেলায়েত হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করায় জড়িত থাকার সন্দেহে ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য হোগলাপাশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝিকে আটক করে ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply