1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দোকান ভস্মীভূত

  • প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিনিধি::পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের গোপিনাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। রোববার (১০মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবী। আগুন নেভানোর সময় দুলাল হলদার,আইয়ুব আলী ও রাকিব হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, ঘটনার দিন রাতে পথচারীরা যাতায়াতের সময় গোপিনাথপুর বাজারের রুবাইয়া সাইকেল স্টোরে আগুন দেখতে পান। মুহুর্তে আগুনের লেলিহান শিখা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। মোজাফ্ফর সাইকেল ষ্টোর, আমেনা ট্রেডার্স, সাজিয়া ডেকোরেটর, মাইশা ট্রেডার্স, সজিব্ ষ্টোর, শামিম লুঙ্গি ষ্টোর ও ইউনুস আলীর কীটনাশকের দোকানসহ প্রায় দেড় কোটি টাকার সম্পদ আগুনে ভুষ্মীভুত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে তাৎক্ষনিক আর্থিক সহযোগিতা করেন।

সাঁথিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে, তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews