1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
তিন ইসরায়েলিকে মুক্তির পর ১৮৩ ফিলিস্তিনির মুক্তি পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে-প্রধান উপদেষ্টা ‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে ১৩০৮ জন গ্রেফতার ধানমন্ডি ৩২ ভবনের বেজমেন্টে পানি সেচে পাওয়া গেলো না কিছুই বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বটিয়াঘাটায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং কর্ণারের উদ্বোধন যৌথ বাহিনীর অভিযানে নোয়াখালীর হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ ৫ জন আটক বাগেরহাটে শেখ হেলাল, তন্ময়. বাদশাসহ ৩৫ জনের নামে মামলা, সাবেক এসপি কারাগারে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ২৭ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি

যে কোন মূল্যে নির্মাণ কাজের গুণগত মান সঠিক রাখতে হবে-সিটি মেয়র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি::খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে কোন মূল্যে নির্মাণ কাজের গুণগত মান সঠিক রাখতে হবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে নগরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমান আদালত চালু রাখা ও নগরবাসীর চলাচলের জন্য ফুটপাথ উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র বৃহস্পতিবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির ৫ম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। বিশ^ব্যাংকের সাহায্যপুষ্ট স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় স্কীম গ্রহণের লক্ষ্যে সভাটি আহবান করা হয়।
সভায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনসহ সর্বমোট ১৬টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসির মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, আইন উপদেষ্টা এ্যাড. মোঃ আইয়ুব আলী শেখ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ মুনতাসির হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, বেসরকারী সংস্থা রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মোঃ সাহেব আলী, মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু সহ কমিটির অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সবায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews