দাকোপ প্রতিনিধি::দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ লক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চত্রবর্তীর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা বীরমুক্তিযোদ্ধা ভবন চত্বরে থাকা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধা নিবদেন করেন চালনা পৌরসভা, দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।
Leave a Reply