নিজস্ব প্রতিনিধি::গত ১৫ মার্চ নবী হযরত মুহাম্মাদ সা: ইসলামিক গবেষণা কেন্দ্র কর্তৃক নির্মানাধিন মসজিদ আল হারাম চর দৌলতপুর, ইতনা নড়াইল মহিলাদের নামাজ কক্ষ,ওযুখানা এবং মসজিদের প্রবেশদার শেখ মনিরুজ্জামান নেতৃতে¦ কতিপয় ইসলাম বিরোধী দুর্বত্তদের রাতের অন্ধকারে ভাংচুর করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে নড়াইল জেলা এসপির সঙ্গে নবী হযরত মুহাম্মাদ সা: ইসলামিক গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং এসপি সাহেব তদন্ত করে ব্যবস্থা নেওয়া আশ^াস দিয়েছেন। উল্লেখ্য যে, শেখ মনিরুজ্জামান একজন মদ্য মাতাল ও সমাজবিরোদী চরিত্র ব্যক্তি বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এই বিষয়ে সমগ্র বাংলাদেশের মুসলিম উম্মার, সকল আইনপ্রয়োগকারী সংস্থা ও ধর্মমন্ত্রীর নিকট সুবিচার দাবি করেছে। তবে এ রিপোট লেখা পর্যন্ত আজও নড়াইল পুলিশ কোন প্রকার ব্যবস্থা নিতে পারিনি বলে জানান মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ।
Leave a Reply