আন্তর্জাতিক ডেস্ক::আগামী ২ এপ্রিল সিনেট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোট উপলক্ষ্যে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এরইমধ্যে প্রার্থীদের নাম পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান চূড়ান্ত করেছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দলের সিনিয়ররা।
তবে সব সন্দেহ দূর করে শনিবারই এক এক্স বার্তায় ইমরান খান অনুমোদিত প্রার্থীদের নামের একটি তালিকা প্রকাশ করে পিটিআই।
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের অনুমোদনের পর শনিবার (১৬ মার্চ) প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে পিটিআই। খবর জিও নিউজের।
গত সপ্তাহে মেয়াদ শেষ হলে সিনেটের ৩৮টি আসন ফাঁকা হয়। এসব আসনে আগামী মাসে ভোটের আয়োজন করবে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ঘোষিত তপশিল অনুযায়ী, গতকাল শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
এখানে প্রদেশভিত্তিক প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলো :
খাইবার পাখতুনখাওয়া
সাধারণ আসন: মুরাদ সাঈদ (কভারিং : আজহার মাশওয়ানি), ফয়সাল জাভেদ খান, মির্জা আফ্রিদি, ইরফান সেলিম, খুররম জিশান।
টেকনোক্র্যাটস: আজম স্বাতী, ইরশাদ হোসেন।
নারী: আয়েশা বানো, রুবিনা নাজ,
পাঞ্জাব
সাধারণ আসন: হামিদ খান, জুলফি বুখারি (কভারিং : ওমর সরফরাজ চিমা এবং কর্নেল ইজাজ মিনহাস)।
টেকনোক্র্যাটস: ডা. ইয়াসমিন রশিদ,
নারী আসন: সানাম জাভেদ
Leave a Reply