বটিয়াঘাটা প্রতিনিধি::খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগনেতা ননী গোপাল মন্ডল বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে ত্বরান্বিত ও দেশকে উন্নতির শিঁখরে পৌঁছে নিতে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সকল প্রতিবন্ধকতা কাঁটিয়ে দেশকে বহির্বিশ্বের কাছে ভাবমূর্তি সমুজ্জ্বল রেখেছে। তিনি বুধবার বেলা ৩ টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সরকারী টিআর, কাবিখা বিতরন ও প্রকল্প গ্রহণ মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মাদ রুবেল, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ, ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান আসাব, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আ’লীগনেতা যথাক্রমে মীর মোহমদ আলী, রামপ্রসাদ রায় প্রমূখ।
Leave a Reply