দাকোপ প্রতিনিধি ::দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে নির্মিত হেরিং বোনবন্ড (এইচবিবি) প্রকল্পের তিন কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১মার্চ) বেলা ১১ টায় ঐ রাস্তা দু’টির উদ্বোধন করেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোনবন্ড (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই রাস্তা নির্মাণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানাগেছে, ২০২৩-২৪ অর্থ বছরে এইচবিবি প্রকল্পের আওতায় সুতারখালী ইউনিয়নের গুনারী খোকন হালদারের বাড়ি হতে দীপঙ্কর মন্ডলের বাড়ি পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার এবং কামারখোলা ইউনিয়নের কামারখোলা সীমানা হতে গুনারী ওড়ামুখো পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার ইট সোলিয়ের তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। যার ব্যয়া হয়েছে ২ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা। উদ্বোধনী সভায় প্র্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলেন, টেকস ইউন্নয়নে বর্তমানে সরকারের প্রধান লক্ষ।
বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রতীক হিসেবে টেকস ইউন্নয়ন বাস্তবায়ন করছেন। যা বিগত কোনো সরকার করে নাই। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ কুমার দাশ, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, আওয়ামীলীগ নেতা অসিত সাহা, শাহাবুদ্দিন গাজী, জুলফিকার আলী জুলু, গাজী সাইফুল ইসলাম, জি এম রেজা, তাপস জোয়াদ্দার, আনিচুর রহমান , ইউপি সদস্য খোকন, মুরারী মোহন প্রমুখ।
Leave a Reply