বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম কচুয়া উপজেলার বিভিন্ন অসহায় ও কারাবরনকারী নেতাকর্মীদের বাড়ি বাড়ি এই ঈদ উপহার পৌছে দেন।
এসময়, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, যুগ্ন আহবায়ক শেখ কবির হোসেন, সদস্য সচিব এস এম তৌহিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঈদ উপলক্ষে জেলা সদর, সকল উপজেলা ও পৌরসভায় বিএনপির অসহায় এবং কারাবরনকারী নেতাকর্মীদের ঈদ উপহার প্রদান করা হবে বলে জানান জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। অসহায় নেতাকর্মীদের সব সময় সহযোগিতা করা হবে।
Leave a Reply