দাকোপ প্রতিনিধি::দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে”র আওতায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ১৬টি বকনা বাছুর বুধবার (৩ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বিতরণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধালণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, মাসুম আলী ফকির, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্ত বিপুল কুমার দাসসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
Leave a Reply