বটিয়াঘাটা প্রতিনিধি::খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলেছেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা করতে এবং বিশ্ব দরবারে এগিয়ে নিতে একের পর এক কৃষি ভর্তূকি দিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশ্বিক সকল বৈরি পরিস্থিতি মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশ আজ বিশ্বদরবারে স্বমহিমায় মহিমান্বিত। তিনি বুধবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে পাট ও আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ সহায়তা, আউশ ধান, রাসায়নিক সার বিতরন’র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় কৃষক প্রশিক্ষণ হল রুমে কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে ও কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে দীপন কুমার হালদার, সরদার আব্দুর মান্নান, আব্দুল হাই খান, জীবনানন্দ রায়, ধ্রব জ্যোতি সরকার, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, পিন্টু মল্লিক, আ’লীগনেতা আলহাজ্ব মোতাহার রহমান শিমু, অনুপম মন্ডল, পলাশ রায়, প্রনব মন্ডল সহ কৃষক-কৃষানীবৃন্দ। পরে প্রধান অতিথি কৃষি চত্বরে বৃক্ষরোপন করেন।
Leave a Reply