নিজস্ব প্রতিনিধি::“স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার ৬ এপ্রিল ২০২৪ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ারসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি খুলনা ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের অডিটরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টিকে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”এর আওতায় তার উপকাভোগীদের নিয়ে উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।র্যালিতে অংশগ্রহন করেন জেলা সিভিল সার্জন মোঃ সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী, বন্ধুর বিভাগীয় সম্বনয়কারী মো: নজরুল ইসলাম, ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র ডাক্তার ও নার্স এবং সাংবাদিকবৃন্দ, আলোচনা সভায় অতিথীরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যেগের উপর গুরুত্ব আরোপ করেন।
Leave a Reply