অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি::ডুমুরিয়ায় বিলে ঘাস কাটতে গিয়ে ওবায়দুল্লাহ গাজী নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গুটুদিয়ার কোমলপুর কানাইডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের গরু ব্যাবসায়ী মোঃ দেলওয়ার গাজীর ছেলে ওবায়দুল্লাহ গাজী (৩০) ঘটনার দিন সকালে বাড়ির পার্শ্ববর্তি বিলে গরুর জন্যে ঘাস কাটতে যায়। এ সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন এবং এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply