দাকোপ প্রতিনিধি:: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ওসি তদন্ত শাহীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিযযক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, মোসলেম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ আলী গাজী,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সাগর সেনসহ বিভিন্ন দপ্তর প্রধান প্রমুখ।