বাগেরহাট প্রতিনিধি ::বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় অস্ত্রসহ মোঃ রাজু শরীফ (৩০) ও মোঃ ফারুক শরীফ (৪৮) নামে দুই যুবককে আটক করেছে র্যা পিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যা ব। শনিবার (২০ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এদের আটক করে র্যা ব সদস্যরা।
আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের মজিদ শরীফের ছেলে মোঃ রাজু শরীফ ও একই গ্রামের মৃত তাহেম আলী শরীফের ছেলে মোঃ ফারুক শরীফ। এদের কাছ থেকে দেশীয় তৈরি অচল পাইপ, চাইনিজ কুড়াল, রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, অস্ত্রসহ আটক দুইজনকে র্যা ব আমাদের কাছে সোপর্দ করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply