বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর দোকান ভাংচুর, তালা ভেঙ্গেমালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের সামনে কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে এক টিনের দোকানে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সোয়াইব শেখ মোড়েলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মোঃ সোয়াইব শেখ বলেন, মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের সামনে কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে রিনু আক্তারের কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত টিনের ব্যবসা করে আসছি। দোকান ঘরের জায়গার মালিক রিনু আক্তার ও তার পরিবারের লোকদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে রিনু আক্তারের প্রতিপক্ষরা ২৬ মার্চ আমার দোকানে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে ব্যাংক ষ্ট্যাম্প ও চেকের পাতায় স্বাক্ষর নিয়ে দোকানে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে আদালত দোকান চালু রাখার আদেশ প্রদান করেন। কিন্তু আদালতের আদেশ অম্যান্য করে গত ১৪ এপ্রিল সকাল ১০টায় মোড়েলগঞ্জ উপজেলার মোঃ রুবেল হাওলাদার (৩৫), ইদ্রিস হাওলাদার (৫০), রফিকুল ইসলাম বাচ্চু (৫০), সোহাগ হাওলাদার (৪০), এম ওহাব (৫২), মোঃ দুলাল শিকদার (৫৫) দোকনঘর ভাংচুর করে এবং দোকানে থাকা ৫০০ বান টিন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আমি হামলাকারীদের বিচার চাই এবং লুটে নেওয়া টিন ফেরত দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply