অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন। রবিবার সকালে থানার সামনে উদ্ধারকৃত মোবাইলগুলো হস্তান্তর করা হয়। থানা পুলিশের অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, বিগত ২/৩ মাস পূর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭/৮টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি হওয়ায় প্রকৃত মালিকরা পৃথক পৃথক থানায় সাধারণ ডায়রি করে। পরে এসআই নিউটন রায় থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে ঢাকা, খুলনা সহ বিভিন্ন অঞ্চলে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। তিনি বলেন চোরাই মোবাইল ফোন একাধিক ব্যক্তির কাছে হাত বদলের পর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উদ্ধারকৃত মোবাইলের প্রকৃত মালিক উপজেলার শোলগাতিয়া এলাকার জিএম খলিলুর রহমান , শোভনার বোরহান উদ্দিন,চুকনগরের সমীর কুমার, ইলিয়াস হোসেন , জসিম গাজী, সেনপাড়ার এফএম মান্নান ও গোবিন্দ কুমার মন্ডলের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওসি সুকান্ত সাহা সহ কর্মকর্তাগণ।
Leave a Reply