1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদন বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক বরিশালে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড নগদ টাকাসহ আটক ৬ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কৃষি ও কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে-এমপি রশীদুজ্জামান

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)::খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন কৃষিই দেশের মূল অর্থনীতিকে স্বচল রেখেছে। এ জন্য শেখ হাসিনা সরকার কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কৃষি এবং কৃষকের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফলে কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এমপি রশীদুজ্জামান বলেন, এমন একটা সময় ছিল যখন এ দেশের কৃষকরা চরম ভাবে উপেক্ষিত ছিল। নানাভাবে কৃষকদের বঞ্চিত করা হতো। বিদ্যুৎ এবং সারের জন্য যেখানে এক সময় কৃষক সহ সাধারণ মানুষের প্রাণ দিতে হয়েছে। অথচ শেখ হাসিনা সরকারের পৃষ্টপোষকতায় জামায়াত-বিএনপি’র সময়কার উপেক্ষিত কৃষি ও কৃষকরা এখন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। এতে একদিকে যেমন দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে যাচ্ছে, পাশাপাশি কৃষকদেরও জীবনমানের উন্নয়ন ঘটেছে। এমপি রশীদুজ্জামান আরো বলেন, কৃষিকে এগিয়ে নিতে হলে গবেষণা জোরদার করতে হবে। নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে। পতিত জমি ফেলে না রেখে উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে। মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে কৃষকরা যাতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেটি নিশ্চিত করতে হবে। কীটনাশকের ব্যবহার কমাতে হবে। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। নদী-খাল দখল বন্ধ করতে হবে। দখলকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। কৃষকদের স্মার্ট প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে। তিনি রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা আয়োজিত ৩ দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নবাগত সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, তিন দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে। মেলায় সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট