1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বেনাপোলে ষাট লাখ টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন মোংলায় কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক

শার্শার নাভারণ সিটি হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে জীবন গেল এক নারীর

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় তাহেরা খাতুন (৫০) নামে একজন ব্রেস্ট টিউমার রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী।

গত বুধবার রাতে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। তবে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ, কতিপয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনৈক প্রভাবশালীদের হুমকির মুখে আইনের আশ্রয় নিতে পারছে না নিহতের পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছে এ পরিবার।

নিহতের পুত্র শহিদুল ইসলাম জানায়, তার মা তাহেরা খাতুন প্রায় বুকের ব্যথার চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যেতেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার ব্রেস্টে টিউমার হয়েছে বলে ডাক্তাররা জানায়। এক পর্যায়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত সিটি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে গেলে তারা তার মাকে অপারেশনের জন্য ভর্তি করে।

গত বুধবার রাত ১০ টার সময় হাসপাতালের এমবিবিএস ডাক্তার সুজিত রায় তাহেরা খাতুনকে অপারেশনের জন অপারেশন কক্ষে নেন। এ সময় অজ্ঞান করার দায়িত্বে ছিলেন এমবিবিএস ডাক্তার আশরাফুল আলম। অপারেশন শেষে রোগী জ্ঞান না ফেরায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কতিপয় সংবাদ কর্মী ও প্রভাবশালীদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতের পরিবার যাতে এ বিষয়ে মুখ বন্ধ রাখে তার জন্য হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু জুবায়ের রুমেল জানান ভুল চিকিৎসায় তার মৃত্যুর বিষয়টি সঠিক না। শ্বাস কষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোছাম্মদ মাহফুজা খাতুন জানান ট্রেনিং এ ঢাকায় আছি। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লক্ষিনদারের সাথে কথা বলেন। তিনিই এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।

যশোর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি পাল বলেন, ঢাকায় আছি। এ বিষয়ে কিছুই জানি না। ঢাকা থেকে ফেরার পর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট