দাকোপ প্রতিনিধি:: বিডিইআরএম ও গীতা ফাউন্ডেশনের আয়োজনে নাগরিক উদ্যোগের সহায়তায় দলিত নারীদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ ও মূলধনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে গীতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন গীতা ফাউন্ডেশনের হিসাব রক্ষক পবিত্র মন্ডল, কমিউনিটি অর্গানাইজার নিলিমা রায়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী ৫ জন নারী মধুমালা বিশ^াস, মিলারা সরদার, ষষ্টি বিশ^াস, অঞ্জনা সরদার ও প্রতিমা দাসের মাঝে ৫ হাজার টাকা চেক বিতরণ করেন।