1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেকনাফে কোস্টগার্ড র‍্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক ইঞ্জিন বিকল ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আনার প্রচেষ্টা-মির্জা ফখরুল দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন কেসিসি এলাকায় মশা নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ৪৯ বোতল বিদেশি মদ জব্দ করলো কোস্টগার্ড মোংলায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ আ. লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপি‘র ধানমন্ডিতে আ.লীগের মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার মিসরের

পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের  নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নূর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি  লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।নুরু জানান, স্থানীয়  বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।২৬ এপ্রিল শুক্রবার সকালে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।লাউ  দেখতে আসা স্থানীয়  রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি  এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা। নতুন বাজারের ব্যবসায়ী  মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে  বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews