দাকোপ প্রতিনিধি:: দাকোপে ভ্রাম্যমান আদালত খেয়াঘাটে তরমুজবাহী গাড়ী থেকে নিয়ম বহিঃভূত ভাবে টোল আদায়ের অভিযোগ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাগেছে, রবিবার দুপরে উপজেলা পোদ্দারগঞ্জ খেয়াঘাটে নদী পারা-পারে ঘাট মালিকের টোল আদায়কারী গাজী মুহায়মিন ইসলাম তরমুজের ট্রাক থেকে নিয়ম বহিঃভূত ভাবে টোল আদায় করছে। এমন সংবাদের ভিক্তিতে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পোদ্দারগঞ্জ ঘাটে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে গাজী মুহায়মিন ইসলামের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানা পুলিশ সদস্য, নির্বাহী অফিসের সিও ও স্থানীয় গনমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
Leave a Reply