বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার বেলা ১১টায় স্থানীয় কৃষি অফিস চত্বরে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। স্বাগত বক্তৃতা করেন কৃষিবিদ আবু বকর সিদ্দিকী। কৃষি স¤প্রসারন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে দীপন কুমার হালদার, সরদার আব্দুর মান্নান, আব্দুল হাই খান, জীবনানন্দ রায়, ধ্রব জ্যোতি সরকার, কমলেশ বালা, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম সহ কৃষক-কৃষানীবৃন্দ। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
Leave a Reply