দাকোপ প্রতিনিধি::“শ্রমিক মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে ১লা মে বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উক্ত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় অনুুিষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, মোঃ শিপন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, আজগর হোসেন ছাব্বির, যোগেশ চন্দ্র রায়, পাবক মিস্ত্রী, কমলেশ গোলদার, শেখ নূর ইসলাম, কাউন্সিলর আব্দুস ছত্তার সরদার, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহন লাল সাহা, শ্রমিকলীগনেতা শেখ ইউনুস আলী জমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, কৃষ্ণপদ বিশ্বাস, মিন্টু রায়, কবির শেখ, অধেন্দু শেখর রায়, শিবপদ বৈরাগী, মঈন শিকদার, সুকুমার মন্ডল, রামপ্রসাদ মন্ডল,চিন্ময় বি্শ্বাস প্রমুখ।
Leave a Reply