1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

মহান মে দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: মহান মে দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকাল ১০টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ এনাম মুন্সি, সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম, সহ-সভাপতি মোঃ মোশারেফ হোসেন,
আবুল কালাম কালু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, মোবারেক আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ শওকত হোসেন, মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ এমদাদুল হক, মোঃ নুর খালিদ রাস্তি, মোঃ শেখ সোলায়মান, মোঃ ফিরোজ হোসেন, মোঃ জুয়েল শিকদার,মোঃ লাভলু হোসেন, মোঃ সবুজ শেখ, মোঃ মুনসুর ব্যাপারী প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বলেন, ১৮৮৬ সালে যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে অসংখ্য শ্রমিকের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত শ্রমিক দিবস । যেখানে উল্লেখ্য ১২ থেকে ১৬ ঘণ্টার পরিবর্তে ৮ ঘন্টা করা হয়। শ্রমিকদের অন্যান্য দাবি সমূহ তৎকালীন সময় মেনে নিতে বাধ্য হয় কিন্তু বর্তমান সভ্য সমাজে প্রত্যেক ক্ষেত্রে শ্রমিকরা নির্যাতিত নিষ্পেষিত। বিশেষ করে ট্যাংকলরি
শ্রমিকেরা দেশের অত্যন্ত অত্যাবশ্যকীয় পেশায় নিয়োজিত থেকে দেশের অর্থনৈতিক চাকা কে সচল রাখায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে এমনকি এদেশের বিভিন্ন সময়ে ক্রান্তিলগ্নে এই ট্যাংকলরি শ্রমিকেরা জীবন বাজি রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে জ্বালানি তেল বিপণন এর মাধ্যমে দেশের কৃষি বিদ্যুৎ শিল্প কলকারখানা কে এমনকি চিকিৎসা ক্ষেত্রে সক্রিয় রাখায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ট্যাংকলরি শ্রমিকগণ সবচাইতে সুবিধা বঞ্চিত তাদের বেতন কাঠামো একেবারেই নেই বললেই চলে এমন অনেক দিন আছে এই শ্রমিকেরা ৮ ঘন্টার পরিবর্তে ২৪ ঘন্টাও কাজ করে থাকেন তাদের কোন নিয়োগপত্র নেই। বক্তারা আরো বলেন, শ্রমিকদের বেতন কাঠামোর আওতায় আনতে হবে নিয়োগপত্র দিতে হবে এবং সকল ট্যাংকলরি শ্রমিকদের বেতন বোনাসের আওতায় আনতে হবে শ্রমিকদের সকল ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনে আরো একটি মে দিবসের সূচনা করবে ইউনিয়ন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট