মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিণিধি:: আসন্ন অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন (প্রথমধাপ) হতে ব্যক্তিগত কারন দেখিয়ে সরে দাড়ালেন উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান। বৃহস্পতিবার বিকালে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ সিদ্ধান্ত জানান। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা যখন ভোটের আমেজে ফিরছিলেন এমন সময় তিনি এ সিদ্ধান্ত নেন। এ উপজেলায় মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দীতা করছিলেন। বাকি তিনজন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক সোহেল রানা খোকন এবং উপজেলা যুবলীগ নেতা আশরাফুজ্জান টুটুল। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য চারজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।