1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

শার্শায় পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

আজ শুক্রবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, ইমরান হোসেন ওরফে কামরুজ্জামান (৩৬),তরিকুল হোসেন (৩২), আব্দুল গফুর (৩৭) আতাউর রহমান (৫২), হেলাল উদ্দিন (৩৯), রাফাত হোসেন (২৫), রাসেল হোসেন (২৭), নুর হোসেন (৪১), ছালেহা বেগম (৩৬) ও আনজুয়ারা খাতুন (৩৫)। পরোয়ানাভুক্ত এসব আসামিদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা শার্শার বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওইসব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত এসব আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় আজ দুপুরে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট