মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিণিধি:: পাবনার ভাঙ্গুায় ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের আগামী ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ পেল ৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ ২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ জনকে জেলা রির্টানিং অফিসার পাবনা জেলা প্রশাসক প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
চেয়ারম্যান পদে গোলাম হাসনাইন রাসেল (মটর সাইকেল), বাকি বিল্লাহ (আনারস), মেছবাহুর রহমান রোজ ( ঘোড়া ) ভাইস চেয়ারম্যান পদে গোলাম হাফিজ রন্জু ( টিউবওয়েল ), মোঃ সাজ্জাদুর রহমান তারেক ( তালাচাবি) মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন পাখি (হাঁস), রিমা বিশ্বাস ( ফুটবল) আমেনা জান্নাত ( কলস) কে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ শেষে উপজেলা নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়। উপজেলায় ভোটার ১০১৬০৮ জন, তার মধ্যে পুরুষ ভোটার-৫০৫৬৩, মহিলা ৫১০৪৪ এবং তৃতীয় লিঙ্গ ১জন।
Leave a Reply