দাকোপ প্রতিনিধি:: ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএস এর ইভলভ প্রকল্পের আওতায় নীতি সমস্যা বিশ্লেষণ ও কৌশল বিষয়ক প্রশিক্ষণটি ৫ ও ৬ মে দুইদিন ব্যাপি দাকোপ উপজেলার প্রানীসম্পদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নীতি সমস্যা বিশ্লেষণ করে সমস্যা নির্বাচন ও সমস্যাস মাধানের ক্ষেত্রে প্রভাবক ও সহায়কনির্বাচন ও ক্ষমতা প্রভাব বিশ্লেষণ পাশাপাশি সঠিকবার্তা তৈরী ও উপস্থাপন কৌশল নির্বাচনের মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করা যায় তা আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্মময় বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল ওয়াহেদ গাজী, কনিকা বৈরাগী, কোহিনুর বেগম শিবানী সরদার, দানকুমারী সরকার, হেনা রায়, বিনীতা রায়, মোঃ মোর্শেদ গাজী প্রমূখ। প্রশিক্ষন পরিচালনা করেন ইভলভ প্রকল্প সমন্বয়কারী ও কো-ফ্যাসিলেটেটর মোঃ মিলন চৌধুরী, ফিল্ড ফ্যাসিলিটেটর পলি দাস।