দাকোপ প্রতিনিধি:: দাকোপে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্ন্তভুিক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) দাকোপে বে-সরকারি উন্নয়ন সংস্থা নাগরিক এর উদ্যোগে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দলন এবং খ্রিষ্টীয়ান এইডের অর্থায়নে বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা সভাপতিত্ব করেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় কিভাবে অর্ন্তভুক্ত করে জীবন ধারা পরিবর্তন করাযায় সে বিষয়ে বক্তৃতা করেন। নাগরিক এর বিভাগীয় কর্মকর্তা মানিক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, প্রেসকøাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মেহেদী হাসান, এএনসি উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক মামুনুর রশিদ। অন্যান্যের মদেধ্য উপস্থিত ছিলেন সাংবাদিক শিপন ভূইয়া, জিএম আজম, পারুল বেগম, নাগরিকের এডভোকেসি কর্মকর্তা জয়দেব দাস, লিপিকা বৈরাগী, পাবক মিস্ত্রী,বিশ্বজিত মোড়ল, মলয় প্রশারী, সুইটি দাস, সাধনা দাস, মলিনা দাস, পুলক বেরাগী, দেবপ্রসাদ দাস, মিনতি রায়, বাসন্তি দাস, শরিফা আক্তার প্রমুখ।
Leave a Reply