বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটার পানখালী ফেরীঘাটে পানিতে পড়ে নিখোঁজ শিশু কন্যা হৃদি রায় (৭) এর মৃতদেহ ৩ দিনের মাথায় উদ্ধার হয়েছে। শিশু হৃদি বটিয়াঘাটা উপজেলা মেরিন ফিশারিজ অফিসার রতন কুমার রায়ের কন্যা। গতকাল বুধবার সকাল ৬ টায় বরণপাড়া এলাকার কাজীবাছা নদী থেকে হৃদির মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। হৃদি গত সোমবার ঝপঝপিয়া নদীর পানখালী ফেরীঘাটে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। জানা যায়, বটিয়াঘাটা উপজেলা মেরিন ফিশারিজ অফিসার রতন চন্দ্র রায়ের পরিবার ও অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে সোমবার সকালে ট্রলার যোগে সুন্দরবন করমজল ভ্রমনে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে রাত ৯ টায় পানখালী ফেরি ঘাটে পৌঁছে ট্রলার থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে শিশু কন্যা হৃদি পানিতে পড়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কাজীবাছা নদী থেকে হৃদির মৃতদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরবর্তীতে হৃদির মৃতদেহ তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার শিবচরে নিয়ে যায়।
Leave a Reply