1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বটিয়াঘাটায় অবৈধ বালু উত্তেলন প্রাণ গেলা দু’টি গাভীর

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার মঠ সীমানা ফুলতলা নামক স্থানে খুলনা – চালনা মহাসড়কের উপর দিয়ে অবৈধ পন্থায় বালুর পাইপ লাইন টেনে ও নিয়মবর্হিভূত বৈদ্যুতিক তার ব্যবহার করে বালু সরবরাহ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইটি সতেজ হৃষ্টপুষ্ট গরু মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগার উপর উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক স্পটে সড়ক ও মহাসড়কের উপর যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ ভাবে বালু সরবরাহ করায় একের পর দূর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফ থেকে কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, উপজেলার সিমানা মঠ ফুলতলা জনৈক কয়েক ব্যক্তি মিলে ড্রেজার মেশিনের মাধ্যমে খুলনা- চালনা মহাসড়কের উপর দিয়ে অবৈধ পন্থায় পাইপ টেনে ও বিদ্যুৎ সংযোগ নিয়ে বেশকিছু দিন যাবত বালু সরবরাহ করে আসছিলো।  বুধবার সকাল ৬টায় ওই এলাকার সুপদ রায় তার গোয়ালের বেশ কয়েকটি গরু নিয়ে মাঠে চরাতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে দুইটি গাভী বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই গাভী দু’টি গরু মারা যায়। গাভী মালিক সুপদ রায় গাভীদের উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখ্য বটিয়াঘাটা উপজেলায় দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগার উপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বিভিন্ন এলাকায় সহস্রাধিক স্পষ্টে সরকারি সড়ক ও মহাসড়কের উপর দিয়ে পাইপ লাইন টানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা সরবরাহ করে আসলেও সবকিছুই রয়েছে অধরা । এতে করে একদিকে যেমন কৃষি জমি ধংস হচ্ছে অন্যদিকে তেমনি এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের তরফ থেকে দু’একটি অভিযান পরিচালনা করা হলেও এলাকায় তা আইওয়াশ হিসেবে জনশ্রুতি রয়েছে। যে কারনে অবৈধ বালু ব্যবসায়ীরা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একের পর এক কৃষি জমি ধংস করে চলেছে। এ ব্যপারে এলাকাবাসী অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে ও কৃষি জমি রক্ষার্থে সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট