1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে চেয়ারম্যান প্রার্থী নিতাই গাইনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান নিতাই গাইন অন- লাইনে মনোনয়নপত্র দাখিল করে বুধবার বেলা ১ টায় স্থানীয় উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সন্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে জানান, উপজেলার সাধারণ মানুষ তাকে ৩ বার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে যে ভালোবাসায় সিক্ত করেছে ও তার উপর অর্পিত দায়িত্ব দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছে এবং কিছু দায়িত্ব পালন করতে পারিনি। সাধারণ মানুষ ১৯৭৩ সাল থেকে পর্যায়ক্রমে ৩ বার জলমা ইউনিয়নের তৎকালীন বৃহত্তর ওয়ার্ড মেম্বার,১৯৮৭ সালে জলমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং ২০০৯ সাল থেকে ধারাবাহিক ৩ বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার সীমাবদ্ধতার কারণে সাধারন মানুষের সকল আশা আকাঙ্খাকার প্রতিফলন ঘটাতে পারেননি । তাই আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আগামী ৫ জুন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন । বিগত নির্বাচন দিনগুলোতে সাধারণ ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে যেভাবে নির্বাচিত করে জনগনের সেবা করার সুযোগ তৈরি করে দিয়েছেন আগামী ৫ জুন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করে বাকি আশা আখাংকার প্রতিফলন ঘটাতে সুযোগ করে দিবেন। তিনি তার সেই আস্হা ও বিশ্বাস নিয়ে আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের বাকি স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন বলে দাবি রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট