নিজস্ব প্রতিনিধি:: ৮ মে ২০২৪ খ্রিঃ তারিখে আনসার ও ভিডিপি যশোর জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ১০টি জেলার ২৩ জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি যশোর সঞ্জয় কুমার সাহা। ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যন্ট মোঃ শফিকুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মহব্বত আলী মোড়ল ও প্রশিক্ষকবৃন্দ।