অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: দলিতের আয়োজনে ক্রিস্টিয়ান এইডের সহযোগিতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ সভা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর দলিত হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিতের অডিট এন্ড মনিটরিং ম্যানেজার উত্তম কুমার দাস।
সভায় উপস্থিত ছিলেন দলিত সংস্থার হেড অফ প্রোগ্রাম হেল্প অ্যান্ড লাইভলিহুড নিতাই চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের মোহাম্মদ ফারুক হোসেন। ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আনজুমান আরা। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন ফাইন্যান্স কাম এডমিন অফিসার কৃষ্ণপদ দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোশ্যাল মবিলাইজার রুমা আক্তার