বটিয়াঘাটা প্রতিনিধি:: আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন অফিস সূত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন সর্বমোট ৮ জন । প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, জেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল,আ'লীগনেতা আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, সাবেক জেলা যুবলীগ নেতা শেখ রাসেল কবীর, গঙ্গারামপুর ইউনিয়ন আ'লীগ সভাপতি শেখ হাদি-উজ্জান-হাদী, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ শাওন হাওলাদার,উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী আহবায়ক মোঃ খায়রুল ইসলাম জনি খান ও উপজেলা যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সর্বমোট ৫ জন । প্রার্থীরা জলমা ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তুহিন রায়, উপজেলা আ'লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুসা,উপজেলা আ'লীগনেতা ও সাবেক ছাত্রনেতা অরিন্দম গোলদার, সমাজসেবক মোঃ জুবাইরুল হক ও এ্যাডঃ তাপস কুমার বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান( মহিলা)পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সর্বমোট ৩ জন । প্রার্থীরা হলেন জেলা আ'লীগের সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও ইউপি সদস্য রুনা লায়লা । এবার মনোনয়ন পত্র অনলাইনে জমা দেওয়ার পত্র বিধান থাকায় উপজেলা নির্বাচন অফিস কিংবা পরিষদ চত্বরে কোন লোক সমাগম পরিলক্ষিত হয়নি। ব্যক্তি বিশেষ কে কে প্রার্থী হচ্ছেন জানার মৌখিক কৌতুহল থাকলেও সব মিলিয়ে গোটা উপজেলা মিলে এখনো কোন নির্বাচনী আমেজ পরিলক্ষিত হয়নি।