নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’ রোববার ঢাকায় অবস্থিত বানৌজা হাজী মহসীন মসজিদে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (জিওসি, লজিস্টিক্স এরিয়া)।
অন্যান্যের মধ্যে বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া (ট্যাজ),সহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। ১৯৮৩ সাল থেকে পরিচালিত এ প্রতিযোগিতায় এ বছরই প্রথমবারের মতো হিফজুল কোরআন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় একক ও দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। আগামী ১৬ মে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
Leave a Reply