মনির হোসেন, মোংলা:: দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোংলার ঐতিহ্যবাহী সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। তার মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ১২ জন। এ স্কুলের পাশের হার ৯৯.৩১।
স্কুল সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরিক্ষায় সেন্ট পলস হাই স্কুল থেকে ১৪৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাশ করেছে ১৪৪ জন। এ স্কুল থেকে ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তারমধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
এছাড়াও এ-গ্রেড পেয়েছে ৬৭ জন, এ মাইনাস- পেয়েছে ৩১ জন, বি-গ্রেড পেয়েছে ১২ জন, সি-গ্রেড পেয়েছে ২ জন এবং একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবারের এসএসসিতে স্কুলের পাশের হার- ৯৯.৩১।
উল্লেখ্য, বাগেরহাট জেলার অন্যতম সেরা স্কুল হিসেবে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় প্রতিবছর এসএসসি পরিক্ষায় ভালো ফলাফলের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে কয়েকবার। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এ স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে সুনাম অর্জন করে চলছে।