1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেনাপোল শাখার নতুন কমিটি ঘোষণা গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ২৫৩টি মামলার মধ্যে ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দেশীয় একটি পাইপগান ও একটি শুটারগান। গাঁজা উদ্ধার করা হয়েছে আট কেজি, গাঁজার গাছ আটটি, ইয়াবা ট্যাবলেট দুইশত ২৮টি। আগামী ২১ মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন প্রায় এক হাজার আটশত ৬৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আগামী ২১ মে খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর জন্য বিভাজন করা হয়েছে। নির্বাচনকালীন প্রায় সাড়ে তিন হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, শতভাগ বোরোধান কাটা সম্পন্ন হয়েছে। দুই লাখ ৯৮ হাজার সাতশত ৬০ মেট্রিক টন চাউলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে চার হাজার পাঁচশত কৃষকের মাঝে দুই লাখ ২৫ হাজার নারিকেল চারা বিতরণ করা হবে। কৃষকপ্রতি পাঁচটি করে নারিকেল গাছের চারা পাবেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, আসন্ন কোরবানিতে খুলনায় পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুত রয়েছে। খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ৬৭ হাজার ৫৪টি ও ছাগল/ভেড়ার সংখ্যা ৮৯ হাজার দুইশত ২৪টি। মোট গবাদিপশুর চাহিদার সংখ্যা এক লাখ ৫৬ হাজার দুইশত ৭৮টি। চাহিদার পরিমাণ এক লাখ ৩৪ হাজার চারশত ৪৩টি। চাহিদার বিপরীতে ২১ হাজার আটশত ৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী ২১ মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। এক্ষেত্রে সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি আরও বলেন, আগামী শুক্রবার দিবাগতরাত ও শনিবারে ঘূর্ণিঝড় ‘রিমেল’ খুলনা জেলার কয়রা, পাইকগাছা, দাকোপসহ বিভিন্ন উপজেলাতে আঘাত হানতে পারে। এজন্য উপজেলাসমূহে ছয়শত চারটি আশ্রয় কেন্দ্র ও তিনটি মুজিবকেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় পাঁচ হাজার দুইশত ৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়সহ যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিদের্শনা দেন জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট