1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদন বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক বরিশালে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড নগদ টাকাসহ আটক ৬ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

‘ফিজ’ নামের রহস্য জানালেন মুস্তাফিজ

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চরম ব্যস্তত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই টাইগাররা উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির উদ্দেশে গত ১৫ মে রাতে উড়াল দেয় টাইগাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া ইচ্ছে, প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন মুস্তাফিজুর রহমান।

চলমান আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে আবারও সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই কাটার মাস্টার ক্রিকেট বিশ্বে ‘দ্যা ফিজ’ নামে পরিচিত। মূলত ২০১৬ সালে মুস্তাফিজ যখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবার খেলতে যান তখনই ‘ফিজ’ নামটা পরিচিতি পায় বেশি। অনেকেই মনে করেন, এটা গণমাধ্যমের দেয়া। কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা।

মুস্তাফিজ ওই ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে, সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায়। এজন্য দেখি ফিজ দিয়ে (লেখা), প্রথমদিন আমি বুঝিনি যে এটা কে। পরে বলছে এটা তুমি। তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম ২০১-তে, ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল। তারপর থেকে চলতেছে।’

মুস্তাফিজের আক্ষেপ, বড় খেলোয়াড় না হতে পারা। তার মতে, বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায়। মুস্তাফিজ বলেন, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জেতে, তাকে বড় খেলোয়াড় বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করেছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি।’

তিন সংস্করণের ক্রিকেটে খেললেও মুস্তাফিজের প্রথম পছন্দ টি-টোয়েন্টি ম্যাচ। তার মতে, প্রেশারের কারণেই টি-টোয়েন্টি ফরম্যাট উপভোগ করেন তিনি। মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট