নিজস্ব প্রতিনিধি:: চুয়াডাঙ্গা ১৪ আনসার ব্যাটালিয়ন সদরে দুপুর ২ ঘটিকায় আনসার ব্যাটালিয়নের ১১৬ জন সদস্যদের ল্যান্স নায়েক হতে নায়েক পদে পদোন্নতি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ১৪ আনসার ব্যাটালিয়ন মোঃ কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন জৈষ্ঠ্যতা, যোগ্যতা, ও কর্মদক্ষতার ফল হিসাবে এই পদোন্নতি প্রশিক্ষণ। পদোন্নতি মানুষকে কর্মে অনুপ্রেরণা সৃষ্টি করে। পেশাদারিত্বের মান বৃদ্ধি, অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন, সামরিক বেসামরিক প্রতিষ্ঠানে সঠিক ভাবে দায়িত্ব পালন, বাহিনীর সুনামসহ পদ মর্যাদা ধরে রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। আনসার বাহিনী বর্তমানে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংশনীয় এক্ষেত্রে আনসার বাহিনী এ ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ^াস করি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও দুরদর্শী নেতৃত্বে স্বল্পন্নোত দেশ থেকে মান মর্যাদা পূর্ণ উন্নত দেশে পরিণত করার প্রচেষ্ঠায় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, মোঃ আসাদুজ্জামান, কোম্পানী কমান্ডার মোঃ আশরাফুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ।
Leave a Reply