মনির হোসেন, মোংলা:: দাতা সংস্থা টিয়ার ফান্ডের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম এর উদ্যোগে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বিশুদ্ধ খাবার পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
চার্চ অব বাংলাদেশের ডেপুটি মডারেটর রাইট রেভা. সৌরভ ফলিয়ার সভাপতিত্বে ২১ মে মঙ্গলবার সকাল ১১টায় সেন্ট মেরীস প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশুদ্ধ পানির প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিশাত তামান্না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোল্লা তারিকুল ইসলাম, সালোম এর ভারপ্রাপ্ত পরিচালক মি. সিনয় সরকার, খুলনা ডিনারীর ডীন জেমস মনীন্দ্র বৈদ্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সোহান আহমেদ, সালোম এর হেড অব ফিন্যান্স মি. প্রমশন নকরেক, সেন্ট পলস ক্যাথলিক চার্চের সহকারি পালক পুরোহিত রিপন সরদার।
অনুষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির প্লান্ট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সালোম মোংলার এরিয়া কোঅর্ডিনেটর সৌরেন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালোম প্রকল্পের মনিটরিং অফিসার শিমোন বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোংলা উপজেলার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম। এ সংস্থাটি লবন অধ্যুষিত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এবং দক্ষিণ কাইনমারীতে দুটি পানির প্লান্ট নির্মাণ করে স্থানীয়দের মাঝে সুপেয় পানি পৌঁছে দিচ্ছে। এ এলাকার মানুষের পাশে থাকার জন্য সালোম প্রকল্পের দাতা সংস্থা এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব।
Leave a Reply